মাসুদ সাঈদী

ক্ষমতার পরিবর্তনের সাথে নীতি নৈতিকতার পরিবর্তন লাগবে

‘আমরা বাংলাদেশে শান্তি চাই, আমরা ঐক্য চাই। আমরা বাংলাদেশকে নিয়ে পৃথিবীর বুকে মাথা উচু করে দাঁড়াতে চাই।’

আল আমিন হোসাইন, নাজিরপুর (পিরোজপুর)

Location :

Nazirpur
পিরোজপুরের নাজিরপুরে মাসুদ সাঈদী
পিরোজপুরের নাজিরপুরে মাসুদ সাঈদী |নয়া দিগন্ত

পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ‘শুধু ক্ষমতার পরিবর্তন হলেই দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে নীতি নৈতিকতার পরিবর্তন লাগবে। আপনি যতক্ষণ আপনার নীতির পরিবর্তন না করবেন। ক্ষমতার চেয়ারে যত মানুষকে পরিবর্তন করে বসান না কেন, দেশের ভাগ্যের উন্নয়ন হবে না।’

সোমবার (১১ আগস্ট) বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ১ নম্বর মাটিভাংগা ইউনিয়নের শামসুল উলূম মাদরাসার মাঠে মাটিভাংগা ইউনিয়নের সভাপতি মাস্টার এস এম আবু দাউদের সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, ‘আমরা বাংলাদেশে শান্তি চাই, আমরা ঐক্য চাই। আমরা বাংলাদেশকে পৃথিবীর বুকে মাথা উচু করে দাঁড়াতে চাই।’

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা মোফাচ্ছেরিন বিভাগের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, নাজিরপুর উপজেলা আমির মাওলানা আব্দুর রাজ্জাক, জিয়ানগর উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা হাবিবুর রহমান, নাজিরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী মোসলেহউদ্দিন, উপজেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা আবু দাউদ, উপজেলা সমাজকল্যাণ সম্পাদক মো: আনিচুর রহমান মল্লিক ও নাজিরপুর উপজেলা শহীদ জিয়া কলেজের প্রভাষক ও উপজেলা হিন্দু বিভাগের প্রধান প্রদ্বীপ হালদার প্রমূখ।

এর আগে নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় করেন এবং মতবিনিময় শেষে সদর বাজারে গণসংযোগ করেন।