পঞ্চগড়ে শীতের প্রকোপ বেড়েছে। আজ রোববার তেতুঁলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ অফিস সকাল ৬টায় ১৩.২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা ও বাতাসের আদ্রতা ৯৭ শতাংশ রেকর্ড করেছে। উত্তারাঞ্চলের মানুষ হিম বাতাস, কুয়াশার কারণে মানবেতর জীবন যাপন করছেন।
পঞ্চগড়ে আবৃত কুয়াশায় জমেছে শিশির কণা। বইছে ভোর রাতে হিম শীতল বাতাস। প্রচণ্ড ঠান্ডায় অসহায় মানুষজন মানবেতর জীবন যাপন করছে। বিপাকে পড়েছে পাথর শ্রমিক, চা শ্রমিকসহ সাধারণ শ্রেণির মানুষেরা। হত-দরিদ্র মানুষ-জন শীত বস্ত্রের অভাবে নিদারুণভাবে দিন পার করছেন। প্রতিদিন কষ্টের বোঝা মাথায় নিয়ে সংসার চালাতে হচ্ছে তাদের।
প্রতিদিন বিকেল থেকে কুয়াশা পড়া শুরু হয়। সন্ধ্যা থেকেই উত্তরীয় হিম-শীতল হাওয়া অনুভুত হচ্ছে। রাতের বেলা লেপ, কাথা, কম্বল নিয়ে ঘুমাতে হচ্ছে। বিগত কয়েক দিন ধরে ১০ থেকে ১২ ডিগ্রী তাপমাত্রা ওঠানামা করছে। সচেতন মহল মনে করেন সরকারি এনজিও, দেশের শিল্পপতি, ব্যবসায়ী ও সাধারণ মানুষরা যদি এগিয়ে আসে তবে দরিদ্র অসহায় মানুষজনের উপকার হবে।
তেতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রোকনুজ্জামান জানান, শীতের তীব্রতা কমার কোনো লক্ষণ নেই। ভোর রাতে হিম শীতল বাতাসে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে সকাল থেকে রোদের দেখা মিলছে। ডিসেম্বরে শীত আরো বাড়বে।



