নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিখোঁজের এক দিন পর মোস্তাকিম (৭) নামে সাত বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম পিরোজপুর এলাকা-সংলগ্ন মারিখালী নদে ভাসমান অবস্থায় এ লাশ উদ্ধার করা হয়।
এর আগে, নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরবর্তী সময়ে নিখোঁজের স্বজনরা এসে লাশটি শনাক্ত করেন।
শিশু মোস্তাকিম বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকার ফল ব্যবসায়ী রাসেল মিয়ার ছেলে।
জানা গেছে, গত রোববার শিশু মোস্তাকিম বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে তার বাবা রাসেল মিয়া সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
আরো জানা গেছে, তিন মাস আগে শিশুর মা কোহিনূর বেগম পরকীয়ায় প্রেমিকের সাথে চলে যাওয়ার পর বাবা ও দাদার সাথেই থাকত শিশু মোস্তাকিম।
কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক সালেহ আহমেদ পাঠান জানান, শিশুর লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের কোনো অভিযোগ না পাওয়া গেলে দাফনের জন্য হস্তান্তর করা হবে।