শিবচরে বাসের চাপায় মোটরসাইকেলআরোহী নিহত

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কুতুবপুর সীমানায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Madaripur
নয়া দিগন্ত

মাদারীপুর শিবচরের ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়েতে বাসের চাপায় শাহাদাত হোসেন ঢালী (৪২) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কুতুবপুর সীমানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন ঢালী শিবচরের পাঁচ্চর ইউনিয়নের হোগলারমাঠ এলাকার শাজাহান ঢালীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ছেলেকে মাদরাসায় পৌঁছে দিয়ে ফেরত আসার সময় দুর্ঘটনায় তিনি নিহত হন।

শিবচর হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর হাসিবুর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।