বরিশালের উজিরপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি, বৃক্ষরোপণ, হাসপাতাল পরিচ্ছন্নতার কাজ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বেলা ১১টায় উপজেলার সামনে এ উপলক্ষে এক পথসভায় বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহিম সেতু, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব গোমস্তা, সদস্য সচিব কাইয়ুম খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিলন হাওলাদার, সদস্য সচিব জুম্মান সিকদার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আবদুর রহিম সেতু বলেন, স্বেচ্ছাসেবক দল গণতন্ত্র রক্ষা, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনে দলকে আরো শক্তিশালী ও জনবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
একই সাথে আগামী নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে স্বেচ্ছাসেবক দলকে আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে তিনি উল্লেখ করেন।