বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনের দরকার নাই। এর জন্য তো গণভোটেরও দরকার নেই। পৃথিবীর সব দেশে প্রয়োজনের স্বার্থে সংসদে বসেই সংবিধান সংশোধন হয়। তবে আমরা পরিষ্কার করে বলতে চাই সংসদ নির্বাচনের আগে কোনো গণভোট মানবে না বিএনপি।’
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদরের খোলাবাড়ীয়া গ্রামে জন্মান্ধ আশিতিপর গফুর মল্লিকের হাতে তারেক রহমানের সহযোগিতার আড়াই লাখ নগদ টাকা প্রদানের জন্য তার বাড়ীতে আসেন তিনি। এসময় তিনি এ কথা বলেন।
জন্মান্ধ না হয়েও এই বৃদ্ধ বয়সে ভিক্ষা না করে ট্রেনে ও বাজারে নাড়ু ও বাদাম বিক্রি করে জীবন নির্বাহের কারণে আমরা জিয়া পরিবারের পক্ষ থেকে গফুর মল্লিককে এই অর্থ দেয়া হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পৃষ্ঠা বদলে অন্য পৃষ্ঠা ঢুকানো হয়েছে। এটি দুঃখজনক।’ ড. মুহাম্মদ ইউনূসের গঠন করা কমিশন থেকে এরকম প্রতারণামূলক কাজ প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন তিনি।
তিনি আরো বলেন, ‘তারেক রহমান মানবিক মানুষ। তিনি রাজবাড়ী সদরের খোলাবাড়িয়া এলাকায় থেকে জন্মান্ধ গফুর মল্লিকের দুঃখ দুর্দশা কথা ইন্টারনেটে দেখে আমাদের পাঠিয়েছেন তাকে সহয়তা করার জন্য। দেশে বিভিন্ন এলাকার অনেক মানুষ আছে যারা অসহায় হয়েও ভিক্ষাবৃত্তি পচ্ছন্দ করেন না। তারেক জিয়ার নির্দেশে ওই রকম স্বাধীনচেতা মানুষদের মানবিক ও আর্থিক সহায়তা করতে আমরা বিএনপি পরিবার সদা প্রস্তুত আছি।’
রিজভী আরো বলেন, ‘২৪এর গণ আন্দোলনে আড়াই হাজার ছাত্র জনতা শহীদ ও বহু আহত হওয়ার মূল উদ্দেশ্য ছিল একটি অবাধ স্বাধীন নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা। যে সরকার জনগণের স্বার্থের জন্য কাজ করবে। জনগণের কাছে জবাবদিহিতা করবে। এটাই সত্যিকার গণতন্ত্র।
ওই সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের একাধিক নেতা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।



