সাটুরিয়ায় সাড়ে চার হাজার কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

বুধবার সকালে উপজেলা পরিষদের কৃষি অফিস চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষকের মধ্যে এসব বীজ ও সার বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

Location :

Manikganj
কৃষকের মাঝে সার-বীজ বিতরণ
কৃষকের মাঝে সার-বীজ বিতরণ |নয়া দিগন্ত

মানিকগঞ্জের সাটুরিয়ায় কৃষি প্রণোদনার আওতায় রবি মৌসুমে উপজেলার ৩ হাজার ৯০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এক কেজি সরিষা ও ২০ কেজি সার বিতরণ করা হয়েছে। এ সময় আরো ৫০ জন কৃষককে গম, ২৫ জনকে সূর্যমুখী ও ৩০ জনকে পেঁয়াজের বীজ দেয়া হয়।

বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের কৃষি অফিস চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন কৃষকের মধ্যে এসব বীজ ও সার বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

এছাড়া সাটুরিয়া উপজেলায় আগাম শীতকালীন সবজির চাষের জন্য ৫৫০ জন কৃষককে প্রণোদনা দেয়া হয়েছে। প্রণোদনার মধ্যে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম, বেগুন, শসা, মূলা, মিষ্টি কুমড়া, ধনিয়া ও লালশাক বীজ।

সাটুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, এ উপজেলায় সরিষার আবাদ কমে যাওয়ায় এবার সরিষা আবাদের উপর জোর দেয়া হয়েছে। ৩ হাজার ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এক বিঘা জমির জন্য ১ কেজি সরিষা ও ২০ কেজি সার প্রণোদনার মাধ্যমে দেয়া হয়। এছাড়া আগাম সবজি আবাদের জন্য ৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সবজির বীজ ও সার দেয়া হয়েছে।

সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা: তানিয়া তাবসসুম বলেন, ‘সামনে রবি মৌসুমে সরিষার আবাদ করার জোর দেয়া হয়েছে। সেইসাথে সাটুরিয়া উপজেলায় সবজির আবাদের জন্য বিখ্যাত হওয়ায় চাষীদের আগাম সবজি বীজ ও সার দেয়া হয়েছে। সাটুরিয়া উপজেলায় সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ২৩৫ হেক্টর জমিতে। ইতোমধ্যেই ৯৩৫ হেক্টর জমিতে সবজির আবাদ করা হয়েছে। সামনে কৃষকদের আরো সুযোগ-সুবিধা দেয়া হবে।’

এ সময় পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ও সাটুরিয়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।