সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, ‘ধানের শীষে ভোট দিলে আপনাদের এলাকার উন্নয়ন আর পরিবর্তন হবেই। হাওরাঞ্চলে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’
তিনি বলেন, ‘হাওরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত, তাই নিজেদের অধিকার আদায় ও উন্নয়নের জন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। কারণ বিএনপিই কেবল সকল স্তরের মানুষের ভালো-মন্দ চিন্তা করেই কাঙ্ক্ষিত উন্নয়ন করে।’
রোববার (১৬ নভেম্বর) বিকেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুরের লামাগাঁও বাজারে ধানের শীষের নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর, ২ নম্বর ও ৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বিএনপির আহ্বায়ক গুলেনুর মিয়ার সভাপতিত্বে বৈঠকে আনিসুল হক বলেন, ‘তারেক রহমান প্রধানমন্ত্রী হলে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করবেন। সেইসাথে আপনাদের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, কৃষি, হাওররক্ষা বাঁধসহ সকল বিষয়েই গুরুত্ব দিয়ে উন্নয়ন করবেন যা দীর্ঘ ১৭ বছরে হয়নি। কোনো অনিয়মকে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না।’
তিনি আরো বলেন, ‘আমাকে আপনাদের জন্য ধানের শীষের মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। তাই বিপুল ভোটে ধানের শীষের বিজয় নিশ্চিত করুন আর আমি আপনাদের প্রতিনিধি হয়ে সংসদে গিয়ে আপনাদের চাওয়া-পাওয়ার কথাই বলব এবং আপনাদের দাবি আদায়ে কাজ করব। সুখে-দুঃখ বিপদে-আপদে পাশে থাকব যেমনটা গত ১৭ বছর ধরেই করে এসেছি।’
সভায় উপজেলা ও শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর, ২ নম্বর ও ৩ নম্বর ওয়ার্ডের বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।



