কাপ্তাই লেকের পানি বিপদসীমায়, ফের খুলে দেয়া হলো ১৬ জলকপাট

৫টি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন চলমান থাকায় টারবাইনের মধ্য দিয়ে প্রায় ৩২০০০ কিউসেক পানি নিষ্কাশন অব্যাহত আছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

Location :

Rangamati
কাপ্তাই লেকের পানি বিপদসীমায়, ফের খুলে দেয়া হলো ১৬ জলকপাট
কাপ্তাই লেকের পানি বিপদসীমায়, ফের খুলে দেয়া হলো ১৬ জলকপাট |ছবি : নয়া দিগন্ত

রাঙ্গামাটির কাপ্তাই লেকের পানি আবারো বিপদসীমার কাছাকাছি পৌঁছায় ফের দ্বিতীয় দফায় কর্ণফুলীতে পানি ছাড়া শুরু করেছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।

বুধবার (২০ আগস্ট) রাত ৮টা থেকে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট ছয় ইঞ্চি করে খুলে দিয়ে পানি ছাড়া শুরু হয়। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলীতে প্রবাহিত হচ্ছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপকের দফতর থেকে জানানো হয়, মঙ্গলবার রাত ১০টায় পানি ছাড়ার কথা থাকলেও লেকের পানি প্রবাহের পরিস্থিতি বিবেচনায় তা একদিন পিছিয়ে বুধবার রাত ৮টায় ছাড়া হয়। রাত ৮টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৮.৩৫ ফিট এম.এস.এল.।

উল্লেখ্য, ৫টি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন চলমান থাকায় টারবাইনের মধ্য দিয়ে প্রায় ৩২০০০ কিউসেক পানি নিষ্কাশন অব্যাহত আছে।

বর্তমানে লেকের ইনফ্লো ও বৃষ্টিপাতের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। লেকের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে ধাপে ধাপে আরো বেশি পানি ছাড়ার জন্য স্পিলওয়ের গেট খোলা হবে। বর্তমানে ৫টি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ফলে প্রায় ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলীতে প্রবাহিত হচ্ছে।

এর আগে ৪ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত টানা সাত দিন প্রথম দফায় বাঁধের ১৬টি গেট খুলে পানি ছাড়া হয়েছিল। তখন অতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে লেকের পানি বিপদসীমা অতিক্রম করে। এতে পানি ছাড়ার কারণে কর্ণফুলীর পানির স্রোত বেড়ে গেলে রাঙ্গামাটি-বান্দরবান সড়কের চন্দ্রঘোনা নৌ ফেরি চলাচল চার দিন বন্ধ রাখতে হয়।