ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

‘২০১৭-২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অবিলম্বে ছাঁটাই করতে হবে।’

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
রাজবাড়ীতে বৈষম্যমুক্ত চাকুরিপ্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন
রাজবাড়ীতে বৈষম্যমুক্ত চাকুরিপ্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন |নয়া দিগন্ত

২০১৭-২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অবিলম্বে ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যমুক্ত চাকুরিপ্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম রাজবাড়ী শাখা।

সোমবার (৬ অক্টোবর) রাজবাড়ী শহরের কলেজ রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে সমাবেশ বক্তব্য রাখেন বৈষম্যমুক্ত চাকুরিপ্রত্যাশী পরিষদের সভাপতি মো: গোলাম মোস্তফা ও সেক্রেটারি মাসুদুর রহমান।

বক্তারা বলেন, ‘২০১৭-২০২৪ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অবিলম্বে ছাঁটাই করতে হবে। তদস্থলে স্বচ্ছ নিয়োগ বোর্ডের মাধ্যমে সৎ, দক্ষ ও যোগ্য কর্মকতা-কর্মচারী নিয়োগ করতে হবে।’

অন্যথায় আরো বৃহত্তর পরিসরে সংগ্রাম করার মতামত ব্যক্ত করেন বক্তারা।