ভাঙন থেকে ভিটে-মাটি রক্ষার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

এতে জামায়াতের নেতাকর্মী ছাড়াও খালপাড় ভাঙনে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার অংশ নেন।

আ হ ম মোশতাকুর রহমান, লক্ষ্মীপুর

Location :

Lakshmipur
লক্ষ্মীপুরে ভাঙন থেকে ভিটে-মাটি রক্ষার দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুরে ভাঙন থেকে ভিটে-মাটি রক্ষার দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

ক্রমাগত ওয়াপদা খালের ভাঙন থেকে ভিটে-মাটি রক্ষার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় মানববন্ধনে বক্তারা দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে সদর উপজেলার পিয়ারাপুর এলাকায় লাহারকান্দি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জামায়াতের নেতাকর্মী ছাড়াও খালপাড় ভাঙনে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন, পৌর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, জামায়াত নেতা জহিরুল ইসলাম, এবং লাহারকান্দি ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইয়াকুব শরীফ প্রমুখ।

বক্তারা বলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চারটি গ্রাম ওয়াপদা খালের ভাঙনের মুখে। প্রতিনিয়তই মানুষ তার ভিটে-মাটি হারাচ্ছে, বিলীন হচ্ছে গাছপালা ও ফসলি জমি। তাই দ্রুত এ খাল ভাঙন রোধে ব্যবস্থা নিতে হবে।

অন্যথায় কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তারা।