প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে ডুয়েটে কর্মকর্তাদের সেমিনার

প্রশাসনিক পেশাদারিত্ব, অফিস ব্যবস্থাপনা ও আর্থিক দক্ষতা উন্নয়নের লক্ষে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে কর্মকর্তাদের জন্য একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে ডুয়েটে কর্মকর্তাদের সেমিনার
প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে ডুয়েটে কর্মকর্তাদের সেমিনার |নয়া দিগন্ত

প্রশাসনিক পেশাদারিত্ব, অফিস ব্যবস্থাপনা ও আর্থিক দক্ষতা উন্নয়নের লক্ষে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে কর্মকর্তাদের জন্য একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অ্যাকাডেমিক ভবনের সেমিনার কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ডুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, শিক্ষক-শিক্ষার্থীর পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীরাই বিশ্ববিদ্যালয়ের অন্যতম শক্তি।

আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতা, নীতি-নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দায়িত্ব পালনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠনে সবাইকে অবদান রাখতে হবে। তিনি ক্লাউড কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, আইওটি ও ক্যাশলেস লেনদেনের মতো প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার বলেন, সময়ানুবর্তিতা ও টিমওয়ার্কের মাধ্যমে কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টাই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে পারে।

আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মো: ওবায়দুর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা: আবু তৈয়ব ও কম্পট্রোলার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো: রেজাউল করিম। সেমিনারে নবম গ্রেড ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।