হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জের অদূরে লেঞ্জাপাড়া কামারবাড়ি এলাকায় পৌঁছলে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়।

আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)

Location :

Shaistagonj
রেল লাইন
রেল লাইন |নয়া দিগন্ত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এখনো তার নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে শায়েস্তাগঞ্জের লেঞ্জাপাড়া কামারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জের অদূরে লেঞ্জাপাড়া কামারবাড়ি এলাকায় পৌঁছলে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়।

রেল পুলিশের এসআই সাজেদুল ইসলাম সোহাগ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশে খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।