সিলেটে এসএ পরিবহন থেকে ভারতীয় চোরাইপণ্য জব্দ

সিলেট সদর ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর সহায়তায় এসএ পরিবহনের নাইওরপুল কার্যালয়ে অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য উদ্ধার করা হয়, যা এসএ পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
এসএ পরিবহন কুরিয়ার ও পার্সেল সার্ভিসের শাখা
এসএ পরিবহন কুরিয়ার ও পার্সেল সার্ভিসের শাখা |নয়া দিগন্ত

সিলেট নগরীর নাইওরপুল এলাকায় এসএ পরিবহন কুরিয়ার ও পার্সেল সার্ভিসের শাখা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য উদ্ধার করেছে যৌথবাহিনী।

আজ শুক্রবার সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সেনাবাহিনীর সহায়তায় পরিচালিত এ অভিযানে ভারতীয় শাড়ি, কম্বল, স্কিন ব্রাইট ক্রিম ও নিভিয়া বডি লোশনসহ বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সিলেট সদর ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সেনাবাহিনীর সহায়তায় এসএ পরিবহনের নাইওরপুল কার্যালয়ে অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য উদ্ধার করা হয়, যা এসএ পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

এর আগে গত বুধবার দুপুরে যৌথবাহিনীর টাস্কফোর্স একই কার্যালয়ে অভিযান চালিয়ে অবৈধ মালামাল উদ্ধার করে। বিজিবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।