আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতির কি দুর্ভাগ্য পরিণতি। শেখ মুজিব যেদিন মারা গেলেন বাংলাদেশের মানুষ মিষ্টির বিতরণ করেছিলো। বাংলাদেশের মানুষ আনন্দ মিছিল করেছিলো। কেউ আহাজারি করেনি। মনে হয়েছিল বাংলাদেশের মানুষ ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছিল।’
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে নলডাঙ্গা উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে আগামী জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ উপলক্ষে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘অন্য দিকে যেদিন জিয়াউর রহমানকে হত্যা করা হলো সেদিন সারা বাংলাদেশের মানুষ কেঁদেছে। কেউ মিষ্টি বিতরণ করেনি। মনে হয়েছিল বাংলাদেশের মানুষকে হত্যা করা হয়েছিল। ম্যাডাম খালেদা জিয়াকে মিথ্যা দুর্নীতি মামলায় যখন জেলে পাঠানো হয় দেশের মানুষকে কেঁদেছে। কেউ আনন্দ মিছিল করে নি। মিষ্টি বিতরণও করেনি।
উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক মো: রহিম নেওয়াজ, যুব দল সভাপতি এ হাই তালুকদার ডালিম, নাটোর-২ আসনের বিএনপির প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন, নাটোর-২ আসনের বিএনপির প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব দেওয়ান শাহীন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান তালুকদারসহ প্রমুখ।



