কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের চাপায় সামির (১০ মাস) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার মা স্মৃতি আক্তার (২৭)।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের পাকুন্দিয়া উপজেলার এগারশিন্দুর ইউনিয়নের থানাঘাট বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সামির কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কাশেরা ডুমুরিয়া গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে।
জানা যায়, স্মৃতি আক্তার তার শিশু সন্তানকে নিয়ে পাকুন্দিয়া এলাকায় তার এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। এ সময় রাস্তা পার হতে গিয়ে দ্রুতগতির একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। এতে মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু সামির গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামিরকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, শিশু সামিরকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছিল। আর স্মৃতি আক্তারের একটি পা ভেঙে গেছে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
পাকুন্দিয়া থানার এস আই আশিষ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।’