শেরপুরে একসাথে ৩ সন্তানের জন্ম

একসাথে তিন সন্তান প্রসব একটি চ্যালেঞ্জিং ও সংবেদনশীল প্রক্রিয়া। সফলভাবে তা সম্পন্ন হওয়ায় আমরা আনন্দিত। নবজাতকদের ও মায়ের পরবর্তী যত্নে নিবিড় পর্যবেক্ষণ বজায় রাখা হয়েছে।

আকরাম হোসাইন, শেরপুর (বগুড়া)

Location :

Bogura
শেরপুরে একসাথে ৩ সন্তানের জন্ম
শেরপুরে একসাথে ৩ সন্তানের জন্ম |নয়া দিগন্ত

বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের চান্দাইকোনা বাগানবাড়ি গ্রামে একসাথে তিনটি সন্তানের জন্ম হয়েছে। প্রবাসী তানভির হাসান ও তার স্ত্রী সুরভি দম্পতির ঘরে জন্ম নেয়া এই ত্রয়ী সন্তানকে ঘিরে পরিবারে বইছে আনন্দের ঢেউ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টায় শেরপুর ইসলামী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গাইনী বিশেষজ্ঞ ডা. নুরুন্নাহার পারভিনের তত্ত্বাবধানে সফল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয় দুই মেয়ে ও এক ছেলে সন্তান।

নবজাতকদের নাম রাখা হয়েছে- মিম, ঝিম ও তামিম। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, মা ও তিন নবজাতকই সুস্থ রয়েছেন।

হাসপাতালটির পরিচালক শাহীন আলম জানান, ‘একসাথে তিন সন্তানের জন্ম আমাদের হাসপাতালের জন্যও একটি বিশেষ মুহূর্ত। অত্যন্ত দক্ষতা ও যত্নের সাথে চিকিৎসক দল এই অপারেশন সম্পন্ন করেছেন। মা ও বাচ্চারা সম্পূর্ণ সুস্থ আছেন। আমরা গর্বিত যে এমন একটি সুখবরের অংশ হতে পেরেছি।’

গাইনী চিকিৎসক ডা. নুরুন্নাহার পারভিন নাইস বলেন, ‘একসাথে তিন সন্তান প্রসব একটি চ্যালেঞ্জিং ও সংবেদনশীল প্রক্রিয়া। সফলভাবে তা সম্পন্ন হওয়ায় আমরা আনন্দিত। নবজাতকদের ও মায়ের পরবর্তী যত্নে নিবিড় পর্যবেক্ষণ বজায় রাখা হয়েছে।’

একসাথে তিন সন্তানের জন্ম সাধারণত ‘ট্রিপলেট’ বা বাংলায় ‘ত্রয়ী’ নামে পরিচিত। পরিবারটি একে আশীর্বাদ হিসেবেই দেখছে। দীর্ঘ প্রবাস জীবনের পর এমন এক আনন্দঘন মুহূর্ত তাদের জীবনে অনাবিল খুশির বার্তা নিয়ে এসেছে। স্থানীয়ভাবে এ ঘটনা ইতোমধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহের সৃষ্টি করেছে।