ভান্ডারিয়ায় শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জীবন ও কর্ম বিষয়ক সেমিনার

অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুল গফ্ফার খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহীদ আল্লামা সাঈদীর ছেলে, পিরোজপুর-২ আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদী।

মামুন হোসেন, ভান্ডারিয়া (পিরোজপুর)

Location :

Pirojpur
ভান্ডারিয়ায় শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জীবন ও কর্ম  বিষয়ক সেমিনার
ভান্ডারিয়ায় শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জীবন ও কর্ম বিষয়ক সেমিনার |নয়া দিগন্ত

পিরোজপুরের ভান্ডারিয়ায় শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ) এর জীবন ও কর্ম বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার সেনেরহাটের মেদিরাবাদ তাফসীর ময়দানে ১নম্বর ভিটাবাড়ীয়া ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অত্র ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুল গফ্ফার খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহীদ আল্লামা সাঈদীর ছেলে, পিরোজপুর-২ আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদী।

এ সময় আরো বক্তব্য রাখেন- জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা সেখ আব্দুর রাজ্জাক, মাওলানা ছিদ্দিকুর ইসলাম, ভান্ডারিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমির হোসাইন খান, নায়েবে আমির মো: তমিজ উদ্দিন কাজল, পিরোজপুর যুব উন্নয়ন সোসাইটির সভাপতি মাওলানা আফজাল হোসেন শোয়াইব, ভান্ডারিয়া যুব বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, ভান্ডারিয়া উপজেলা শিবির সভাপতি নাদিমুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন জামায়াত নেতা আব্দুল্লাহ আল জাবির। পরে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) এর জন্য দোয়া মোনাজাত করা হয়। এ অনুষ্ঠানে গ্রামের ধর্মপ্রাণ শত শত মুরাব্বি ও যুবকরা দলে দলে অংশ নেন।