অধ্যাপক নুরুল আমীন চৌধুরী

জামায়াতের ৫ দফা দাবি বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ চিরতরে নির্মূল হবে

‘ইতোপূর্বে জামায়াতের ৫ দফা দাবি নিয়ে গণসংযোগ করা হয়েছে। এতে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন লক্ষ করা যায়। এ দাবিগুলো এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ৫ দফা আদায়ের বিকল্প নেই।’

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
জামায়াতের ৫ দফা দাবি বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ চিরতরে নির্মূল হবে
জামায়াতের ৫ দফা দাবি বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ চিরতরে নির্মূল হবে |নয়া দিগন্ত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক নুরুল আমীন বলেছেন, ‘ইতোপূর্বে জামায়াতের ৫ দফা দাবি নিয়ে গণসংযোগ করা হয়েছে। এতে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন লক্ষ করা যায়। এ দাবিগুলো এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ৫ দফা আদায়ের বিকল্প নেই। এ গণদাবি বাস্তবায়নে জনগণ উদ্বুদ্ধ হলেই ফ্যাসিবাদ চিরতরে নির্মূল হবে, ইনশাআল্লাহ।

বাংলাদেশে অতীত নির্বাচনে জামায়াতে ইসলামী কেয়ারটেকার ফর্মুলা দিয়েছে। এখন যে ফর্মুলা দিয়েছে তা আর কখনো ফ্যাসিবাদ হয়ে ওঠার কোনো দলের সুযোগ হবে না।

বুধবার (৮ অক্টোবর) বিকাল ৪ টার দিকে কর্ণফুলীর ক্রসিংস্থ এস আর স্কয়ার কনভেশন হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দক্ষিণ জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাছির।

গোলটেবিল বৈঠকে আরো বক্তব্য রাখেন- জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, চট্টগ্রাম-১৬ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, জেলা সাংগঠনিক সেক্রেটারি ও চট্টগ্রাম-১৩ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানী, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, কর্ণফুলী উপজেলা আমীর মনির আবছার চৌধুরী, আনোয়ারা উপজেলা সেক্রেটারি আবুল হাসান খোকা, মিডিয়া সংগঠক গিয়াস আজাদ চৌধুরী।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক সংগ্রাম চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল আলম মিন্টু, সময়ের আলো কর্ণফুলী-আনোয়ারা প্রতিনিধি এনামুল হক নাবিদ, যুগান্তর কর্ণফুলী প্রতিনিধি বদরুল হক, পূর্বকোণের প্রতিনিধি মোরশেদ নয়ন, পূর্বদেশ প্রতিনিধি মুহাম্মদ আয়াজ, সমকাল প্রতিনিধি আকরাম হোসেন রানা, জিটিভি চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার আনোয়ারা প্রতিনিধি তৌহিদুল আলম, দৈনিক আজাদী প্রতিনিধি নুরুল ইসলাম, যায়যায়দিন প্রতিনিধি আনোয়ারুল হক, প্রথম আলো প্রতিনিধি মোরশেদ আলম, দেশ রূপান্তর এর জাহেদুল ইসলাম, সকালের সময়ের মহিউদ্দিন মঞ্জুর সহ জামায়াতে ইসলামী এবং সাংবাদিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

বৈঠকে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, জামায়াত যে দাবি উত্থাপন করছে, তা যৌক্তিক। কিন্তু আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলেও এর যৌক্তিকতা তুলে ধরা প্রয়োজন। সরকার আশা করি সকল নিবন্ধিত দলকে নিয়ে এর সমাধান করবে। লেভেল প্লেয়িং ফিল্ড এর জন্য আমরাও একমত। লেভেল প্লেয়িং ফিল্ড না হলে সত্য প্রকাশে বাধার সৃষ্টি হয়। দুর্নীতি ও অনিয়ম নিয়ে নিউজ করলে আমাদের প্রতি হুমকি আসে। চুরি, ডাকাতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনদিন বৃদ্ধি পাচ্ছে। তাই সুশাসন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে আরো সক্রিয় হতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা আমির বলেন, আমরা জনগণের কাছে যাচ্ছি। জনমত গঠনের চেষ্টা করছি। জনগণ আমাদের সাথে ঐক্যমত পোষণ করছে। তারা অতীতের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে গণ আন্দোলনের মাধ্যমে ৫ দফা দাবি আদায় করা হবে, ইনশাআল্লাহ।

বৈঠকে আনোয়ার ও কর্ণফুলী উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।