রাঙ্গামাটির বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বিজিবির গভীর শ্রদ্ধা

বিউগলের করুন সুরে সশস্ত্র সালাম প্রদান ও মোনাজাতের মাধ্যমে জাতির এই সূর্য সন্তানকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। পরে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের লাশ সমাহিত ও শনাক্তকারী দয়াল কৃষ্ণ চাকমাকে আর্থিক অনুদান দেন সেক্টর কমান্ডার।

রাঙ্গামাটি প্রতিনিধি

Location :

Rangamati
রাঙ্গামাটির বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বিজিবির গভীর শ্রদ্ধা
রাঙ্গামাটির বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বিজিবির গভীর শ্রদ্ধা |নয়া দিগন্ত

মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে সকালে বিজিবি মহাপরিচালকের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আহসান হাবিব। পরে রাঙ্গামাটি সদর সেক্টরের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

বিউগলের করুন সুরে সশস্ত্র সালাম প্রদান ও মোনাজাতের মাধ্যমে জাতির এই সূর্য সন্তানকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। পরে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের লাশ সমাহিত ও শনাক্তকারী দয়াল কৃষ্ণ চাকমাকে আর্থিক অনুদান দেন সেক্টর কমান্ডার।

এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, দয়াল কৃষ্ণ চাকমা, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের পরিচালক ইয়াছিন রানা সোহেলসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে, মুক্তিযোদ্ধা সংসদ রাঙামাটি জেলা ইউনিটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানায়।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২০ এপ্রিল পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বীরত্বপূর্ণ যুদ্ধে শতাধিক মুক্তিযোদ্ধার প্রাণ রক্ষা করেন ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ। যুদ্ধের এক পর্যায়ে মর্টার শেলের আঘাতে শহীদ হন তিনি। স্বাধীনতার পর তাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হয়।