কুলিয়ারচরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Location :

Kuliarchar
কুলিয়ারচরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
কুলিয়ারচরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা |নয়া দিগন্ত

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’- প্রতিপাদ্যকে সামনে রেখে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৫ উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরার সভাপতিত্বে বক্তব্য রাখেন কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস আর এম জি কিবরিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: শাহাদাত হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম এপিপি কিশোরগঞ্জ জজ কোর্ট, কনক অটো রাইছ মিলের মালিক শহিদ উদ্দিন বাবুল, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো: তৌহিদুল ইসলাম, সাংবাদিক মো: নাঈমুজ্জামান নাঈম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ নূরুল আলম, সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের আহমদ ও কুলিয়ারচর মিস্ত্রি শ্রমিক সংগঠনের সভাপতি মো: আলফাজ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।