মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের ক্লাব বাজার সংলগ্ন একটি মুদি দোকানের সামনে থেকে আবারো দুইটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে লাল স্কচটেপ মোড়ানো বোমা দু‘টি দেখতে পান দোকান মালিকের স্ত্রী।
সূত্রে জানা গেছে, রহিদুল সুপার মার্কেটের কামরুজ্জামান লিপুর মুদি দোকানের সামনে ঝাড়ু দিতে গিয়ে তার স্ত্রী বোমা দু’টি দেখতে পান। সাথে সাথে বিষয়টি মোবাইল ফোনে পুলিশকে জানানো হয়। পরে কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্পের এসআই কামরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে বোমা দু’টি পানিভর্তি বালতিতে সংরক্ষণ করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ‘চরগোয়াল গ্রামের দোকানের সামনে বোমা রাখার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ইতোমধ্যে বোমা দু’টিকে পানিতে রাখা হয়েছে।’
উল্লেখ্য, মাসখানেক আগেও একই গ্রামের একটি দোকানের সামনে একটি হাতবোমা রাখা হয়েছিল। পুনরায় বোমা উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।