কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মু. শফিকুল আলম হেলাল পিএইচডি ডিগ্রি লাভ করেছেন।
মালয়েশিয়ার বাইনারি বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার(২৭ নভেম্বর) এই ডিগ্রি অনুমোদিত হয়। তার পিএইচডির বিষয় ছিল ‘বাংলাদেশের কুমিল্লা শিক্ষাবোর্ডের কিছু সংখ্যক মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাকাডেমিক অবদান প্রভাবিত করার নিয়ামক সমূহের বিশ্লেষণ’।
তিনি ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সালে কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করে ৩০ বছর যাবৎ এ অঞ্চলে শিক্ষা প্রসারে অবদান রাখছেন।
এছাড়াও তিনি কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদের দায়িত্ব পালন করছেন। তিনি তার এই সফলতায় দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, অধ্যক্ষ মু. শফিকুল আলম হেলাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৮(বরুড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী।



