ডোমারে আ’লীগ-নেতা ইউপি চেয়ারম্যান মাসুম গ্রেফতার

গ্রেফতার মাসুম আহম্মেদ সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি পল্টনপাড়া এলাকার মৃত মসলেম উদ্দীনের ছেলে।

আবদুল গফুর, নীলফামারী

Location :

Nilphamari
মাসুম আহমেদ
মাসুম আহমেদ

নীলফামারীর ডোমার উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম আহমেদকে (৩৮) গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।

সোমবার (১১ আগস্ট) দুপুরে ডোমার মাদরাসা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাসুম আহম্মেদ সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি পল্টনপাড়া এলাকার মৃত মসলেম উদ্দীনের ছেলে।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সংসদ সদস্য প্রার্থীর গাড়িতে হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মধ্যেমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’