রংপুর ব্যুরো
রংপুরের বদরগঞ্জে বস্তাবন্দী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার রামনাথপুর খোলাহাটি চৌত্রের মোড় এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার জাহিদ হাসান জানান, সকালে স্থানীয়রা রাস্তার পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা থেকে লাশ উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরনে সাদা-কালো ডোরাকাটা বোরখার মতো পোশাক। পরে সিআইডি টিমকে খবর দেয়া হলে তারা এসে আলামত সংগ্রহ করে।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যা করার পর এখানে ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হবে। তবে এখনো নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।



