বাণিজ্যিক মোটরযানের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করাসহ ৮ দফা দাবিতে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন। ধর্মঘট উপলক্ষে আগামী ১২ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত সিলেটসহ দেশব্যাপী ৭২ ঘণ্টা পরিবহন চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দেয়া হয়।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ধর্মঘট সফলের লক্ষ্যে কদমতলীস্থ বাস টার্মিনাল হলরুমে মালিক শ্রমিক সমন্বয় পরিষদ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যৌথ উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি এম এ বাতেন। প্রধান বক্তার বক্তব্যে রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স দুদু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম, সিলেট জেলা ট্রাক, পিকাপ ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি নাজির আহমদ স্বপন, সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি আবুল হাসান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ সুলতান তারেক, সিলেট জেলা ট্রাক, প্রিকআপ ও কাভার্ড ভ্যানের সভাপতি দিলু মিয়া।
এ সময় কার্যকরী সভাপতি আব্দুস সালাম, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া, মৌলভীবাজার জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রব, সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি হাজী জয়নাল, সুনামগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক সমর দেব, ব্রাহ্মণবাড়িয়া জেলা মালিক সমিতির সাধারণ সম্পাদক হানিফ মিয়া, হবিগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের ভারপাপ্ত সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সুনামগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা মালিক গ্রুপের সহ-সাধারণ সম্পাদক শফিক নুর, হবিগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি হাবিবুর রহমান জিতু, ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মনসুর আহমেদ, সিলেট জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদুর রহমান, সিলেট জেলা ইমা লেগুনা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইনসান আলী, সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি হারুন রশীদ আলু, সুনামগঞ্জ জেলা ইউম্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সপিক মিয়া ও সিলেট জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন-২০৯৭ এর সহ-সভাপতি শাহনুর মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সজিব আলী ও সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ এমরান হোসেন ঝুনু অনুষ্ঠানের যৌথ পরিচালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে এম এ বাতেন বলেন, ‘বাণিজ্যিক মোটরযানের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করাসহ আমরা যৌক্তিক ৮ দফা দাবি পেশ করেছি। এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে দেশের পরিবহন সেক্টর অচল হয়ে পড়বে। ইতোমধ্যে এসব দাবিগুলো সংবলিত একটি স্মারকলিপি সংশ্লিষ্ট উপদেষ্টা ও বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে। কিন্তু এখনো কার্যকর কোনো উদ্যোগ না নেয়ায় আমরা ৭২ ঘণ্টার ধর্মঘট কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হয়েছি।’
তাদের দাবিগুলো হলো- বাণিজ্যিক যানবাহনের অর্থনৈতিক আয়ুষ্কাল ৩০ বছর নির্ধারণ, যানবাহনের বর্ধিত আয়ুষ্কালের অনুমতি ছাড়া রেজিস্ট্রেশন বাতিল না করা, নতুন যানবাহনের নিবন্ধন প্রক্রিয়ায় জটিলতা দূর করা, পরিবহন মালিক ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় ট্রাফিক আইন সংস্কার, টার্মিনাল সুবিধা উন্নয়ন, সড়কে পুলিশের হয়রানি বন্ধ, জরিমানা ও মামলা প্রক্রিয়া সহজিকরণ এবং শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে স্থায়ী বোর্ড গঠন করা।
দ্রুততম সময়ের মধ্যে আমাদের দাবি পূরণ না হলে আগামী ১২ আগস্ট ৭২ ঘণ্টার কর্মবিরতিতে বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ সব ধরনের পণ্য ও যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ থাকবে বলে জানান পরিবহন মালিক সমিতির সভাপতি।