সিলেটে ব্যাটারি রিকশাচালকদের বিক্ষোভ কর্মসূচি থেকে নগরজুড়ে ভাঙচুর তাণ্ডবের মামলায় আটক দুই বাম নেতা জামিনে মুক্ত হয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে সিলেট মহানগর হাকিম আদালত-১-এর বিচারক মো: শরিফুল হক তাদের জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্তরা হলেন- বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পাল।
এর সত্যতা নিশ্চিত করে বাদি পক্ষের আইনজীবী দেবব্রত চৌধুরী লিটন বলেন, ‘ভাঙচুরের দুটি মামলাতেই আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন। ফলে তাদের মুক্তিতে কোনো বাধা নেই। আশা করছি তারা দ্রুত জেল থেকে ছাড়া পাবেন।’
উল্লেখ্য, শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় বাসদের আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে জাফর ও প্রণবকে আটক করে ডিবি পুলিশ। পরে তাদের যানবাহন ভাঙচুরের দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।
এর আগে গত বৃহস্পতিবার ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের মিছিল থেকে নগরীর বন্দবাজারের কোর্ট পয়েন্টসহ বিভিন্ন এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনা ভাঙচুর ও যাত্রীদের মারধর করা হয়। এ সময় উচ্ছৃঙ্খল ব্যাটারিচালিত রিকশা চালকরা সিলেট সিটি করপোরেশনে হামলার চেষ্টা চালায়। এসব ঘটনায় এখন পর্যন্ত দুটি মামলা করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে নয়জনকে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।