নাটোরের গুরুদাসপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৮

নাটোরের গুরুদাসপুরে পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। পরে তাদের থানায় সোপর্দ করা হয়।

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
নাটোরের গুরুদাসপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৮
নাটোরের গুরুদাসপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৮ |নয়া দিগন্ত

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা

নাটোরের গুরুদাসপুরে তরমুজ, বাঙ্গী ও শসা কিনতে আসা পাইকারি ব্যবসায়ীদের কাছে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে চাঁদা আদায়ের অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। পরে তাদের থানায় সোপর্দ করা হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার শিধুলী বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- চলনালী গ্রামের শরিফুল ইসলাম (৩৮), শিধুলী গ্রামের বদিবর (৪৪), মকবুল হোসেন (৭০), মো: এনামুল (৪৫), জাকারিয়া (৫০), মওদুদ আহমেদ (৩১), পোয়ালশুড়া-দড়িপাড়া গ্রামের মো: শাহাদৎ (৪৫) ও রিপন সরকার (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, গুরুদাসপুরের শিধুলী, চলনালী, পোয়ালশুড়া দড়িপাড়া এলাকা তরমুজ-বাঙ্গী ও শসার গ্রাম হিসেবে পরিচিত। এখান থেকে বৈশাখ-জৈষ্ঠ্য দু’মাস ট্রাকভর্তি ফল কিনে ঢাকাসহ বিভিন্ন জায়গায় নিয়ে যান ব্যবসায়ীরা। এ সুযোগে কিছু লোক বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করেন। পরে বিষয়টি সেনাবাহিনীকে জানালে তারা ব্যবস্থা নেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: গোলাম সারওয়ার হোসেন বলেন, ‘মামলার প্রেক্ষিতে আট আসামিকে নাটোর কারাগারে পাঠানো হয়েছে।’