মুন্সীগঞ্জে অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জে অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা
মুন্সীগঞ্জে অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত শহরের লিচুতলা ও খালইস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অভিযানকালে এলপি গ্যাস বিক্রির দোকানগুলো মনিটরিং করে দেখা যায়, সিলিন্ডার ক্রয়ের রশিদ সংরক্ষণ করা হচ্ছে না, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করা হচ্ছে এবং কোথাও মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি।

এ অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে লিচুতলা এলাকার মা স্যানিটারি দোকানের মালিক মো: লুতফর রহমানকে ৫ হাজার টাকা, খালইস্ট এলাকার মেসার্স হাজী আলী ট্রেডার্সের ম্যানেজার মোহাম্মদ রিফাতকে ৫ হাজার টাকা এবং একই এলাকার আইআর স্যানিটারি দোকানের ম্যানেজার মো: আব্দুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, ‘সরকার নির্ধারিত দামের বেশি দামে এলপি গ্যাস বিক্রির প্রমাণ পাওয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’

অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: জামাল উদ্দিন মোল্লা এবং মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি দল।