বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, কোনো যড়যন্ত্রকারীর জায়গা বাংলাদেশে হবে না। কোনো অত্যাচরীর জায়গা বাংলাদেশে হবে না। আজকে দেশের মধ্যে গণতন্ত্র নিয়ে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে লৌহজং উপজেলা বিএনপির উদ্যোগে র্যালিশেষে মালির অংক বাজার এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির এই নেতা আরো বলেন, অনেক খুন-গুম করা হয়েছে। তারপরও দেশের মানুষ ঐক্যবদ্ধ হওয়ায় ছাত্র-জনতার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা সেইদিন পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সেই সময় তারেক রহমান হাজার হাজার মাইল দূরে থেকেও সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন।
তিনি আরো বলেন, আজকে দেশের মধ্যে গণতন্ত্র নিয়ে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে। যাদের জীবনের বিনিময়ে এদেশে গণতন্ত্র অর্জিত হয়েছে। তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, এ দেশের জনগণ আন্দোলন-সংগ্রাম ছেড়ে দেয় নাই। তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ যেমন করে ঐক্যবদ্ধ ছিল, আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ থেকেই দেশে নির্বাচন প্রতিষ্ঠা করতে হবে।