কুমিল্লা-৯ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

কুমিল্লা-৯ আসনে বাংলাদেশ বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মনোহরগঞ্জ উপজেলা থেকে বিএনপি নেত্রী সামিরা আজিম দোলার পক্ষে তার সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Laksam
কুমিল্লা-৯ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
কুমিল্লা-৯ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ |নয়া দিগন্ত

কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী মনোহরগঞ্জ উপজেলা থেকে বিএনপি নেত্রী সামিরা আজিম দোলার পক্ষে তার সমর্থকরা বুধবার (১৭ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি কাছ থেকে লাকসাম পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল মতিন চেয়ারম্যান, সাবেক সহ সভাপতি আবু বকর সিদ্দিক চেয়ারম্যান, সাবেক সদস্য সৈয়দ শাহাদাৎ হোসেন সামিরা আজিম দোলার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির প্রবীণ ও বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

তারা জানান, দীর্ঘদিন ধরে সামিরা আজিম দোলা এলাকার মানুষের পাশে থেকে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার নেতৃত্ব ও জনপ্রিয়তার কারণে কুমিল্লা-৯ আসনে তিনি একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন বলে দাবি করেন সমর্থকরা।

মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে মনোহরগঞ্জ উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। সমর্থকরা আশা প্রকাশ করেন, দলীয় মনোনয়ন পেলে সামিরা আজিম দোলা কুমিল্লা-৯ আসনে বিএনপিকে আরো শক্ত অবস্থানে নিয়ে যেতে পারবেন।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৯ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সামিরা আজিম দোলার নাম আলোচনায় রয়েছে। যদিও আসনটিতে বিএনপির পক্ষ থেকে আবুল কালামকে মনোনয়ন দেয়া হয়েছে।