রাঙ্গামাটির লংগদুতে বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে আকস্মিক ঝড়ো বাতাসে নৌকা ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে এবং অপর দুইজন নিখোঁজ রয়েছে। তারা মা ও ছেলে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে লংগদু উপজেলার গুলশাখালী থেকে নৌকায় করে নদী পার হওয়ায় সময় এ ঘটনা ঘটে। নিখোঁজ মা ও ছেলেকে উদ্ধারে কাজ করছে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় এফআইডিসি এলাকার পাঁচজন একটি ছোট জালের নৌকা নিয়ে গুলশাখালী আত্মীয় বাড়ি বেড়াতে যায়। বেড়ানো শেষে বাজারে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে আকস্মিক ঝড়ো হাওয়ায় নৌকা ডুবে যায়।
নৌকায় একজন পুরুষ, দুইজন নারী ও দুটি বাচ্চা ছিল। খবর পেয়ে স্থানীয়রা এসে এক নারীকে উদ্ধার করে এবং রানা (৭) নামে এক শিশুকে কচুরিপানা থেকে মৃত অবস্থায় পাওয়া যায়। ওই নৌকায় থাকা আরেক নারী শিরিন (৪০) ও তার ছেলে মাসুমকে (৫) এখনো খুঁজে পাওয়া যায়নি।
লংগদু ফায়ার সার্ভিসের সাব অফিসার হেলাল উদ্দিন চৌধুরী জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল বিষয়টি তাদের জানিয়েছেন। রাঙ্গামাটি থেকে সকালে ডুবরি দল এসে পৌঁছালে উদ্ধার কাজ শুরু করা যাবে।
লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন জানান, মঙ্গলবার রাত ৮টার পর আকস্মিক ঝড়ো বাতাসে অনেক স্থানে নৌকাডুবি হয়েছে। তার মধ্যে গুলশাখালী এলাকায় নৌকা ডুবে এক শিশু নিহত, মা-ছেলে এখনো নিখোঁজ রয়েছে এবং একজন নারীকে উদ্ধার করে লংগদু হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতের অন্ধকার ও কাপ্তাই হ্রদে পানি বেশি থাকায় উদ্ধার কাজ বুধবার সকালে শুরু করা হবে তিনি জানান।