নোয়াখালীতে তরুণীর লাশ উদ্ধার

রোববার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নয়া দিগন্ত

নোয়াখালীর সোনাইমুড়ীতে জান্নাতুল ফেরদৌস রিয়া (২২) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত রিয়া উপজেলার বজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বজরা গ্রামের মো: জাহাঙ্গীর হোসেনের মেয়ে।

জানা যায়, রিয়া ২০২৩ সালে স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে। এরপর আর কলেজে ভর্তি হয়নি। বাড়িতে থেকে সেলাইয়ের কাজ করতেন তিনি। প্রতিদিনের মতো শনিবার রাতে নিজের কক্ষে ঘুমিয়ে যান। রোববার সকালে তার মা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ পায়নি। পরে বেলা ১১টার দিকে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে মেয়েকে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে থাকতে দেখেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কবির হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।