কক্সবাজারের ঈদগাঁওতে এক যুবক নিখোঁজের দুই মাস পর জঙ্গল থেকে তার কঙ্কাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তার পরিবার। এর আগে তার বাবার কাছ থেকে ফোনে মুক্তিপণ দাবি করেছিল অপহরণকারীরা।
নিহত ইসমাইল হোসেন উপজেলার ইসলামপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ড ভিলেজার পাড়ার সাদেক হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার ইসলামপুর ও ইসলামাবাদ ইউনিয়নের সীমান্তবর্তী ভিলেজার পাড়া-রাজঘাট বুইগ্গাঘোনার গভীর বন এলাকায় কঙ্কালের সন্ধান মেলে।
নিহত ইসমাইলের খালা জ্যোৎস্না বেগম জানান, গত দুই মাস আগে তার মানসিক ভারসাম্যহীন ভাগিনা ইসমাইল ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজেও তার সন্ধান মিলেনি। প্রায় এক মাস পর দুই দফা তার বাবা সাদেক হোসেনের মোবাইলে কল করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপরিচিত এক ব্যক্তি। নয়তো তাকে মেরে ফেলার হুমকি দেয়। এর প্রায় দুই মাস পর কঙ্কাল মিলল।
জ্যোৎস্না বেগম আরো জানান, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো নিখোঁজ ইসমাইলকে খুঁজতে বের হয় তার পরিবারের সদস্যরা। বনের ভেতর খোঁজার এক পর্যায়ে ওই স্থানে নিখোঁজের সময় ইসমাইলের পরনে থাকা কাপড় ও স্যান্ডেল দেখতে পায়। পরে পাশে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের সন্ধান পাওয়া যায়। এতে তাদের বদ্ধমূল ধারণা পাওয়া কঙ্কালগুলো তার ভাগিনার। কারণ পাশাপাশি নিখোঁজের সময় তার পরনে থাকা কাপড় ও সেন্ডেলও পাওয়া গেছে। পরে এ সংবাদ থানা পুলিশকে জানানো হয়।
ঈদগাঁও থানার সেকেন্ড অফিসার এসআই সনক কান্তি দাশ জানান, ঘটনাস্থল থেকে কঙ্কাল ও হাঁড়গোড় উদ্ধার করে ডিএনএ পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে।



