হবিগঞ্জে শিবির নেতা মহিবুর রহমান চৌধুরী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা শফিকুল আলম চৌধুরীসহ ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) জেলার অতিরিক্ত দায়রা জজ সৈয়দ কায়সার মোশাররফ ইউসুফ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন শফিকুল আলম চৌধুরী, তার ভাই শাহিদুল আলম আফিক, জাহাঙ্গীর আলম, সেবলু মিয়া, রুবেল মিয়া, শামীম মিয়া, শামসুল হক ছরফুল, মকসুদ মিয়া, তারা মিয়া, রতিকা দাশ, ছায়েদ মিয়া, নাহিদ মিয়া, আব্দুল মুকিত, শাহজাহান ও আলমগীর মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধে হত্যাকাণ্ড ঘটলেও রাজনৈতিক মতাদর্শ ছিল মূখ্য বিষয়। ২০১৩ সালের ১৭ জুন রাত ৮টার দিকে হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী পুকুরপাড়ে আসামিরা মহিবুর রহমান চৌধুরীকে কুপিয়ে হত্যা করেন। মহিবুর ইসলামী ছাত্রশিবিরের সাথী পদমর্যাদার নেতা ছিলেন। অপরদিকে শফিকুল আলম চৌধুরী আওয়ামী কৃষক লীগের জেলা শাখার সহ সভাপতি। ২০১৫ সালে ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। ২০১৭ সালে ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেন। ২৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে ১৪ অক্টোবর এ রায় ঘোষণা করা হয়।
আদালতের অতিরিক্ত পিপি গোলজার খান জানান, মহিবুর হত্যা মামলা ছিল হবিগঞ্জের আলোচিত মামলা। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।



