গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর রেলসেতুর উত্তর পাশে একটি পরিত্যক্ত কার্টুনের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় মানবদেহের একটি পায়ের গোড়ালিসহ নিচের অংশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। আশেপাশে সেই দেহের বাকি অংশ খুঁজছে পুলিশ। কোথা থেকে কী করে কার্টুনে ভর্তি প্লাস্টিকে মোড়ানো পা এখানে আসলো তা তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীর নানা সংস্থা।
শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পুলিশ এই খণ্ডিত পায়ের সন্ধান পায়।
পুলিশ জানায়, টঙ্গী রেলওয়ে সেতুর উত্তর অংশে টঙ্গী বাজার গরু হাটা মসজিদ সংলগ্ন রেল লাইনের পাশে এক কার্টুন থেকে রক্ত পড়তে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ পরিত্যক্ত কার্টুনটি উদ্ধার করে খোলার পর ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় মানবদেহের একটি পায়ের গোড়ালিসহ নিচের অংশ দেখতে পায়।
ঘটনাস্থল রেলওয়ে পুলিশের হওয়ায় টঙ্গী পূর্ব থানা পুলিশ খণ্ডিত পায়ের অংশ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পায়ের খণ্ডিত অংশ পুরুষ না নারীর এবং কিভাবে কার পা এখানে আসলো তা উদঘাটনে ময়নাতদন্ত এবং রহস্য উদঘাটনের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে পুলিশ।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, এ বিষয়ে জিডি করে বাকি অংশ উদ্ধারে অভিযান চলছে।



