উল্লাপাড়ায় কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগ

স্থানীয়দের দাবি, কবর খুঁড়ে অন্তত ছয়টি দাফনকৃত লাশের কঙ্কাল চুরি করা হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মো: জাকিরুল হাসান, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

Location :

Sirajgonj
কবর থেকে কঙ্কাল উধাও
কবর থেকে কঙ্কাল উধাও |নয়া দিগন্ত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি কবরস্থান থেকে একাধিক কবরের কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। কবর খুঁড়ে অন্তত ছয়টি দাফনকৃত লাশের কঙ্কাল চুরি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) জুমার নামাজের পর স্থানীয়রা নগর কয়ড়া, কৃষ্টপুর কয়ড়া ও চরপাড়া গ্রামের যৌথ কবরস্থানে গিয়ে কবরগুলোর অস্বাভাবিক অবস্থা দেখেন।

এ সময় দেখা যায়, পাশাপাশি দাফন করা সাতটি কবরের মধ্যে ছয়টির উপরের বাঁশ, পলিথিন ও মাটি এলোমেলো অবস্থায় পড়ে আছে। কবরগুলোর ভেতরে কঙ্কাল নেই বলে সন্দেহ প্রকাশ করেন এলাকাবাসী।

কৃষ্টপুর কয়ড়া গ্রামের নজরুল ইসলাম সরকার বলেন, ‘প্রতি শুক্রবার আমি আমার ছেলে রুবেল হোসেনের কবর জিয়ারত করতে আসি। আজ ফজরের পর কবরস্থানে গিয়ে দেখি আশপাশের কবরগুলোর বাঁশ, পলিথিন ছড়ানো-ছিটানো অবস্থায় আছে। আগের শুক্রবারে সব ঠিকঠাক ছিল। এ দৃশ্য দেখে মনে হয়েছে কবর থেকে কঙ্কাল তুলে নিয়ে যাওয়া হয়েছে।’

একই গ্রামের লিটন হোসেন জানান, ‘তার বাবা হারুনার রশিদের কবরটিও একইভাবে নষ্ট হয়ে গেছে। পরে মনকার নামে একজনের কবরে দেখি ভেতরে কিছুই নেই। কঙ্কাল উধাও।‘

স্থানীয়দের দাবি, যেসব কবর ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো গত ছয় মাস থেকে দুই বছরের মধ্যে দাফন করা হয়েছিল। ফলে কঙ্কালগুলো প্রায় সম্পূর্ণ হয়ে থাকার কথা।

এদিকে খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাকিবুল হাসান কবরস্থানে সরেজমিন পরিদর্শন করেন।

তিনি সাংবাদিকদের জানান, ‘কবরগুলো আমরা পরিদর্শন করেছি। স্থানীয়রা কঙ্কাল চুরির আশঙ্কা করছেন। পুরো বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হবে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Topics