জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষে স্থানীয় সূধী সমাজের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) রাতে জেলা শহরের বাগবাড়িস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সভায় একাধিক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
জেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার রুহুল আমিন ভুঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
জেলা সেক্রেটারি এ আর হাফিজ উল্যার সঞ্চালনায় এতে পিআর পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচনের বাংলাদেশ প্রেক্ষিত বিভিন্ন প্রয়োজনীয়তা ও সুবিধা উল্লেখ করেন স্বাগত বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহম্মদ।
মতবিনিময় সভায় জামায়াত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জানান, বাংলাদেশের বিদ্যমান শাসন ব্যবস্থায় চলমান সমস্যা ও সংকট নিরসনে পিআর পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই। জনগণের ভোটের ন্যায্য প্রতিফলন, ভোট অপচয় রোধ, স্বৈরাচারী সরকার ব্যবস্থার বিলোপ, রাজনৈতিক বৈচিত্র্য ও বহুত্ববাদিতা প্রতিষ্ঠা, গণতান্ত্রিক পরিসরকে সমৃদ্ধ করা, নির্বাচনে পেশিশক্তি ও কালোটাকার কারসাজি রোধ, সর্বোপরি জবাবদিহিতা ও ভারসাম্যপূর্ণ সরকার গঠনে আনুপাতিক পদ্ধতি নির্বাচন প্রয়োজন। সংসদে প্রয়োজনীয় সংখ্যক নারী ও সংখ্যালঘু প্রতিনিধি প্রেরণ করতেও এই পদ্ধতি কার্যকর বলে উল্লেখ করেন তারা।