সাভারে ধানের শীষের পক্ষে বিএনপি’র নেতাকর্মীদের গণসংযোগ

ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু’র পক্ষে ধানের শীষের ভোট চেয়ে গণসংযোগ কর্মসূচি পালন করেছে সাভার থানা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
সাভারে ধানের শীষের পক্ষে বিএনপি’র নেতাকর্মীদের গণসংযোগ
সাভারে ধানের শীষের পক্ষে বিএনপি’র নেতাকর্মীদের গণসংযোগ |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু’র পক্ষে ধানের শীষের ভোট চেয়ে সোমবার (১৭ নভেম্বর) বিকেলে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছে সাভার থানা ও পৌর বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাভার থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা এবং গণসংযোগের নেতৃত্ব দেন বিএনপি নেতা মোহাম্মদ আলী পাঠান।

গণসংযোগটি পৌর এলাকার সাভারের পক্ষাঘাত গ্রস্তদের পূর্ণবাসন কেন্দ্রের (সিআরপি) গেট থেকে শুরু হয়ে পাঠান পাড়া, শিমুল তলা দিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় পাঠান পাড়ায় গিয়ে শেষ হয়।

এতে সাভার থানা বিএনপি ও পৌর বিএনপি’র অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।

গণসংযোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা সামছুল আলম লেলিন, সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবদের সাবেক নেতা জামাল উদ্দিন প্রমূখ।