সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক্টর উল্টে খাদে, ২ জনের মৃত্যু

বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক রাকি ও তার সহযোগী বাবু নিহত হন।

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
দুর্ঘটনাকবলিত ট্রাক্টর
দুর্ঘটনাকবলিত ট্রাক্টর |নয়া দিগন্ত

সিরাজগঞ্জে তাড়াশে মাটি কাটা ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো: রাজিব সরকার রাজু।

নিহতরা হলেন- উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামের মো: সালাম হোসেনের ছেলে মো: রাকিব (২০) ও একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো: বাবু (২০)।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো: নাজমুল কাদের জানান, বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে মধ্যে দিকে একটি ট্রাক্টর যাচ্ছিল। পথিমধ্যে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক রাকি ও তার সহযোগী বাবু নিহত হন।