লালমনিরহাটে তিনটি সংসদীয় আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

লালমনিরহাটে তিনটি সংসদীয় আসনে দাখিল করা ২৭টি মনোনয়নপত্রের মধ্যে পাঁচটি বাতিল এবং দু’টি মনোনয়ন অপেক্ষমাণ রেখেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।

আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট

Location :

Lalmonirhat
জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাইকালে রিটার্নিং কর্মকর্তা ও অন্যরা
জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাইকালে রিটার্নিং কর্মকর্তা ও অন্যরা |নয়া দিগন্ত

লালমনিরহাটে তিনটি সংসদীয় আসনে দাখিল করা ২৭টি মনোনয়নপত্রের মধ্যে পাঁচটি বাতিল এবং দু’টি মনোনয়ন অপেক্ষমাণ রেখেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।

শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও শুনানি শেষে এ তথ্য জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) এইচ এম রকিব হায়দার।

শুনানি শেষে লালমনিরহাট-৩ (সদর) আসনে এবি পার্টির প্রার্থী ফিরোজ কবির ও লালমনিরহাট-১ আসনে লেবার পার্টির প্রার্থী শুভ আহমেদের মনোনয়ন সামান্য ত্রুটির কারণে অপেক্ষমাণ রাখা হয়।

এছাড়া লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতিবান্ধা) আসনে স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদের মনোনয়ন এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল থাকায় বাতিল করা হয়। একই আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম, ডা: আবু সামা ও খেলাফত মজলিশের প্রার্থী আবুল কাসেমের মনোনয়নও বাতিল করা হয়েছে।

পাশাপাশি লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়।

লালমনিরহাট-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী মশিউর রহমান রাঙ্গা, লালমনিরহাট-২ আসনে জনতার দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শামীম কামাল এবং লালমনিরহাট-৩ আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান, নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন করা হলে অপেক্ষমাণ মনোনয়নগুলো বৈধ ঘোষণা করা হবে।