আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার সাথে সোনারগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর দক্ষিণের সেক্রেটারি মো: আসাদুল ইসলাম মোল্লা, উত্তরের সেক্রেটারি মাওলানা ইব্রাহিমসহ সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



