দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের পরিচালনা কমিটির সদস্য দেশবরেণ্য প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সিলেটের বিভিন্ন গণমাধ্যম ও সাহিত্য সাংস্কৃতিক সংগঠন।
শনিবার (২৩ আগস্ট) এ শোক প্রকাশ করেন নেতারা।
বর্ষীয়ান এ সাংবাদিক নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সিলেটের দেড় শতাধিক বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান ও সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (এসএমইউজে) সভাপতি মুহাম্মদ বদরুদ্দোজা বদর ও সাধারণ সম্পাদক খালেদ আহমদ, সিলেট লেখিকা সঙ্ঘের সভাপতি রওশন আরা চৌধুরী ও সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলী, প্রাচীন সাহিত্য সংগঠন সাইক্লোনের সভাপতি মোয়াজ আফসার ও সাধারণ সম্পাদক ইশরাক জাহান জেলী।
পৃথক পৃথক বিবৃতিতে মরহুম আলমগীর মহিউদ্দিনকে একজন প্রচারবিমুখ বরেণ্য সাংবাদিক ও সম্পাদক হিসেবে উল্লেখ করে তারা বলেন, ‘তার মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ সম্পাদককে হারালো। এ ক্ষতি সহজে পূরণ করা সম্ভব নয়।’
এ সময় নেতারা তার রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ তায়ালার কাছে তাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসেবে কবুল করার দোয়া করেন। একইসাথে তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের জন্য সমবেদনা জানান।