গলায়চিপায় গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Galachipa
প্রতীকী ছবি

পটুয়াখালীর গলায়চিপায় লিচু খেতে গিয়ে গলায় বিচি আটকে আ: রহমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) সকালে গলাচিপা উপজেলার চরপকাল বেড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরকপাল বেড়া গ্রামের মো: তুহিন চকিদার ও জান্নাত বেগমের একমাত্র ছেলে আ: রহমান। বাবা তুহিন ঢাকার একটি তামার কারখানায় চাকরি করেন। রোববার সকাল ৮টায় ঘরে বসেই মা জান্নাত বেগম তার ছেলেকে লিচুর খোসা ছিলে খাওয়াচ্ছিলেন। এমন সময় গলায় লিচুর বিচি আটকে গেলে শিশুটির চাচা মো: মহিবুল্লাহ তাৎক্ষনিক চরবিশ্বাস হাসপাতাল নিয়ে যায়। কর্তব্যরত সহকারী চিকিৎসক মো: শাহিন শিশুটিকে না দেখেই বা হাত স্পর্শ না করেই গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

এ বিষয়ে মো: শাহিন জানান, তার হাসপাতালে এ চিকিৎসার জন্য যন্ত্রপাতি নেই এবং শিশুটির গা ঠান্ডা ছিল।

পরে শিশুটিকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় শিশুটিকে পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।