খুলনার ডুমুরিয়ায় অজ্ঞাত পরিচয়ের আনুমানিক (২৮) বছর বয়সী এক নারীর ঝলসানো লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার আটলিয়া ইউনিয়নের কাঁঠালতলা বাজারের মিনারেল ওয়াটার কোম্পানির পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কাঁঠালতলা এলাকায় তাপস মাস্টার ও কিটনাশক বিক্রেতা মুস্তাক লাশটি দেখেন। তারা ঐ স্থানে আমীন নিয়ে জমি মাপামাপি করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে তারা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন খবর দেন।
নিহত ওই নারীর হাত ও পায়ের রগ কেটে কেমিক্যাল জাতীয় দ্রব্য দিয়ে শরীরের ৯৫ ভাগ পুড়িয়ে ঝলসানো। লাশের শরীরে স্যালোয়ার কামিজ, হাতে চুরি ও নাকফুল রয়েছে।
খুলনা জেলা পুলিশের এএসপি (বি-সার্কেল) মো: খায়রুল আনাম ও ডুমুরিয়া থানা, গোয়েন্দা পুলিশ ও পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লাশের সুরতহাল প্রতিবেদনের পরে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ওই নারীর পরিচয় এবং হত্যার ক্লু উদঘাটনে তৎপর রয়েছে পুলিশ।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা নারীকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করেছে একদল সংঘবদ্ধ দুস্কৃতিকারী। তবে আলামত নষ্ট করতে দুই হাত ও পায়ের রগ কেটে শরীরে কেমিক্যাল দিয়ে পোড়ানো হয়েছে।’