নোয়াখালীতে ভারি বর্ষণে হাজার হাজার মানুষ পানিবন্দী

‘পানি বৃদ্ধি হলে আশ্রয় কেন্দ্রে প্রস্তুত রাখা হয়েছে। এ বিষয় লক্ষ্য রাখার জন্য উপজেলা নিবাহী অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।’

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নোয়াখালীতে ভারি বর্ষণে হাজার হাজার মানুষ পানিবন্দী
নোয়াখালীতে ভারি বর্ষণে হাজার হাজার মানুষ পানিবন্দী |নয়া দিগন্ত

নোয়াখালীতে টানা ভারি বৃষ্টিপাতে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে । খেটে খাওয়া মানুষদের দুর্ভোগের অন্ত নেই। পাশাপাশি মাছের অনেক প্রজেক্ট ভেসে গেছে।

নোয়াখালীতে নিম্নচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে গত চারদিন ধরে টানা ভারি বর্ষণে ৬৩ হাজার ৮শ’ ৬০ জন পানিবন্দী হয়ে পড়ছে। এদের মধ্যে জেলা সদরে ৩০ হাজার, কবিরহাট উপজেলায় ৩০ হাজার ৬শ’ ৫০ জন ও কোম্পানীগঞ্জে তিন হাজার দুই শ’ জন। দুর্গতদের জন্য চার শ’ ৬৬ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে । তার মধ্যে ১৯ আশ্রয় কেন্দ্রে ২৬৮ আশ্রয় নিয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের কর্মকর্তা মো: রফিকুল ইসলাম বলেন, ‘এ বৃষ্টিপাত আরো একদিন থাকতে পারে।’

উল্লেখ্য, বৃষ্টিপাতের ফলে নোয়াখালী শহর হাটু পরিমাণ পানিতে তলিয়ে গেছে। টানা বৃষ্টিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার কার্যালয়ের সামনে, মৎস্য ভবন, ফায়ার সার্ভিস, জেলা সশস্ত্র বাহিনী বোর্ডসহ গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে পানি ডুবে গেছে, অনেক ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। এ ছাড়া টাউন হল মোড়, ইসলামিয়া সড়ক, মহিলা কলেজ সড়ক, নোয়াখালী কলজে সড়ক, জেল খানা সড়ক, মাইজদী বাজার সড়ক, ইসলামীয়া সড়ক বিভিন্ন বাড়ি ঘর, কিছু শিক্ষা প্রতিষ্ঠান পানিতে ডুবে গেছে।

টানা বৃষ্টির ফলে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী পৌরসভার অধিকাংশ সড়ক পানিতে ডুবে গেছে। জেলা সদর, বেগমগঞ্জ, সোনাইমুড়ী, চাটখিল, সেনবাগ, কোম্পানীগঞ্জ, কবিরহাট, সুবণচর,ও হাতিয়াসহ নয়টি উপজেলার নিচু এলাকার অনেক রাস্তাঘাট পানির নিচে। এতে অনেক মাছের প্রজেক্ট ভেসে যাওয়ার উপক্রম দেখা দিয়েছে।

এদিকে বর্ষণ অব্যাহত এবং মহুরী নদীর পানি আরো বৃদ্ধি হলে বন্যার আশংকা রয়েছে বলে ধারণা করছে এলাকাবাসী।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল ৫টার দিকে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, পানি বৃদ্ধি হলে আশ্রয় কেন্দ্রে প্রস্তুত রাখা হয়েছে। এ বিষয় লক্ষ্য রাখার জন্য উপজেলা নিবাহী অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।