মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে রোডমার্চ কমসূচি

মৌলভীবাজার-২ ঘোষিত প্রার্থী পরিবর্তন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবেদ রাজাকে মনোনয়ন দেয়ার দাবিতে রোডমার্চ কর্মসূচি ঘোষণা করেছেন কুলাউড়া সংসদীয় আসন পূর্নবিবেচনা পরিষদ।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
মৌলভীবাজার-২ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে রোডমার্চ কমসূচি
মৌলভীবাজার-২ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে রোডমার্চ কমসূচি |নয়া দিগন্ত

মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে কারা নির্যাতিত নেতা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবেদ রাজাকে মনোনয়ন দেয়ার দাবিতে রোডমার্চ কর্মসূচি ঘোষণা করেছেন কুলাউড়া সংসদীয় আসন পূর্নবিবেচনা পরিষদ।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কুলাউড়া পৌরসভার মেয়র কামাল আহমদ জুনেদ।

সংবাদ সম্মেলনে এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, পৌর বিএনপি নেতা আব্দুল মছব্বির বাদশা, পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক শিপলু আহমদ, মুক্তিযুদ্ধা আব্দুল গফুর চৌধুরী, আব্দর রহমান, শামীম আহমদ প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘অ্যাডভোকেট আবেদ রাজা বিগত ১৭ বছর আওয়ামী ফ্যাসিস্টদের নির্যাতন, মামলা ও হামলার শিকার হয়েছেন। তিনি মনোনয়ন বঞ্চিত হওয়ায় কুলাউড়ায় বিএনপির শত শত নেতাকর্মী মর্মাহত হয়েছেন। আবেদ রাজাকে মনোনয়ন পুনবিবেচনার দাবিতে ইতিমধ্যে ইউনিয়নে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও ঢাকায় মানববন্ধন করা হয়েছে এবং আগামী রোববার রোডমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। রাজা ১৭ বছর আবেদ রাজা নির্যাতনের শিকার হয়েছেন। যাকে নমিনেশন দেয়া হয়েছে তিনি গত সভাপতি পদে পরাজিত হয়েছিলেন।