লালমনিরহাটে আকস্মিক ঝড়ে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি, আহত ৩

লালমনিরহাটের কালিগঞ্জে আকস্মিক ঝড়ে অন্তত ৫০টি ঘরবাড়ি বিধ্বস্ত ও তিনজন আহত হয়েছেন।

সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট

Location :

Lalmonirhat
লালমনিরহাটে আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িঘর
লালমনিরহাটে আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িঘর |নয়া দিগন্ত

লালমনিরহাটে অনবরত বৃষ্টির মাঝে আকস্মিক ঝড়ে বিধ্বস্ত হয়েছে কয়েকটি গ্রামের শতাধিক ঘরবাড়ি। এ সময় টিন ও ইটের আঘাতে আহত হয়েছেন কমপক্ষে তিনজন।

রোববার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০) শহিদুল ইসলাম (৪৬)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো: শাহিনুর রহমান জানান, মাঝারি ধরনের বৃষ্টি চলাকালীন সময় আকস্মিক ঝড়ের কারণে টিনশেড ঘর, আধা পাকা ঘরবাড়ি ও গোডাউন ভেঙে গেছে। ঘূর্ণিঝড়টি অল্প সময় স্থায়ী ছিল। বেশি সময় থাকলে ক্ষতির পরিমাণ আরো কয়েকগুণ বেড়ে যেত।

ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফরহাদ হোসেন জানান, মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে অন্তত ৫০টি পরিবারের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ঘটনা জানানো হয়েছে।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. জাকিয়া খাতুন জানান, ঝড়ে বিধ্বস্ত হওয়ার খবর শুনেছেন। ইতোমধ্যে ঘটনাস্থলে তদন্ত টিম পাঠিয়েছেন এবং তিনি নিজেও ঘটনাস্থলে যাবেন।