নীলফামারীতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নীলফামারির সৈয়দপুরে একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

আবদুল গফুর, নীলফামারী

Location :

Saidpur
নয়া দিগন্ত

নীলফামারীর সৈয়দপুরে শ্যামলী পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাসুদ (২৮) ও নুর ইসলাম (৫০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে ।

মাসুদ সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দোলুয়া মুন্সিপাড়া গ্রামের বুদারু মামুদের ছেলে। নুর ইসলাম একই ইউনিয়নের কুজিপুকুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাসুদ (২৮) ও নুর ইসলাম ইট ভাটায় কাজ করতেন। আজ সকালে ইট ভাটায় যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তারা।

তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।