গফরগাঁওয়ে প্রবীণ ঠিকাদার ও ব্যবসায়ী শামছুল হুদার ইন্তেকাল

সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁওয়ে প্রবীণ ঠিকাদার ও ব্যবসায়ী শামছুল হুদার মৃত্যু
গফরগাঁওয়ে প্রবীণ ঠিকাদার ও ব্যবসায়ী শামছুল হুদার মৃত্যু |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রবীণ ঠিকাদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সুবর্ণপুর গ্রামের শামছুল হুদা (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর আড়াইটায় গফরগাঁও মিনি স্টেডিয়াম মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এর আগে সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

তিনি মৃত্যুর সময় স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

জানাজা পূর্ব বক্তব্য রাখেন- গফরগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, জেলা বিএনপি সদস্য মুশফিকুর রহমান, পৌর বিএনপির সাবেক আহ্ববায়ক ফজলুল হক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক শহিদুর রহমান ও মরহুমের একমাত্র ছেলে নিয়াজ।

পরে উপজেলার বারবাড়ীয়া ইউনিয়নের সুবর্ণপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে গফরগাঁও বাজার ব্যবসায়ী, ঠিকাদার, শিক্ষক সমাজ ও সংবাদকর্মীরা শোক প্রকাশ করেন।